Full Width CSS

header ads

মিষ্টি শোনালক্ষীটি…


ধোঁ-আধোঁ গলায় মা-বাবাডাক শুনতে কার না ভালোলাগে| অধির আগ্রহ-উৎকন্ঠা নিয়ে, আমরা কতোদিন অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য|
            কিন্তু শিশুর প্রথম উচ্চারিত শব্দ কি? আমরা অনেকেই জানি না যেশিশু তার প্রথম শব্দ উচ্চারণ করার অনেক আগেই তার ভাষার বিকাশ অনেকখানি ঘটে গেছে| তাই শিশুর জন্মের প্রায় 18 মাস আমাদের ব্যবহার কথাবার্তা সংযত সুন্দর রাখা অবশ্য কর্তব্য৷ আসলে একটি শিশুর প্রথম শব্দটি নিরুপণ করা অত্যন্ত কঠিন৷ দেখা গেছে একটি ধ্বনি উচ্চারণ করে শিশুটি নির্দিষ্ট কোন কিছুকে বোঝানোর চেষ্টা করে৷ যেমনজলবোঝানোর জন্য-বাঅয়-অয়শব্দ ব্যবহার করতে পারে
            ঠিক কত বৎসর বয়সে শিশু তার প্রথম শব্দ সঠিক ভাবে উচ্চারণ করে? সেটা আট সপ্তাহ, আট মাস বা এক বছর হতে পারে৷
            আসলে একটি শিশুর আশেপাশে যারা থাকে আর যাদের সে পছন্দ করে, জেনেশুনে বা নিজের অজান্তেই তাদের অনুকরণ করেআর সেটাই তার প্রথম শিক্ষা৷ গবেষনায় দেখা গেছেশিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় অন্য শিশু বা তার ভাই-বোনদেরকেই বেশী পছন্দ করে অনুকরণ করে এই তালিকায় তার মা, বাবা, কাকা, মাসী, পিসীউনারা একটু পরেই স্থান পায়৷ বর্তমানে টিভি মোবাইলের যুগে, কার্টুণ শিশুরা খুব ভালোবসে, আমরা দেখাই কিন্তু এর মাত্রাতিরিক্ত ব্যবহার শিশুর জীবনে কি ফল বয়ে নিয়ে আসতে পারে তা আমরা ভাবিও না একবার৷ যান্ত্রিকযুগে আমাদের যে সময় নেই৷

Post a Comment

0 Comments